জামালপুর প্রতিনিধি : জামালপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারকের অপসারনের দাবিতে তিনদিন ধরে আইনজীবীদের আদালত বর্জন চলছে।

বিচার কার্যে স্বেচ্ছাচারিতা, আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অবিচারসুলভ কর্মকা-ের কারণে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম আলী আহম্মেদের অপসারণের দাবিতে জামালপুর জেলা আইনজীবী সমিতি গত মঙ্গলবার (২জুন) থেকে অনিদ্দিষ্টকালের জন্য আদালত বর্জন শুরু করেছে।

গত তিনদিন ধরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকায় চরম জেলার ৭ উপজেলার বিচার প্রার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। মামলার বাদী-বিবাদীরা আদালতে বিচার না পেয়ে গতাশ হয়ে বাড়ী ফিরে যাচ্ছে।

জামালপুর জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, বিচারক এম আলী আহম্মেদ জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যোগদানের পর থেকেই বিচার কার্যে স্বেচ্ছাচারিতা, আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহারসহ অবিচারসূলভ কর্মকা- চালিয়ে আসছেন। গত মঙ্গলবার আদালতে বিচার চলাকালীন যুক্তি সঙ্গত কারন ছাড়াই আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ’র সাথে অসৌজন্যমুলক আচরন করেন। প্রতিবাদে উপস্থিত আইনজীবীরা আদালত বর্জন করে বিচারালয় ত্যাগ করেন। পরে সমিতির অফিসে জরুরী বৈঠকে বিচারক এম আলী আহম্মেদের অপসারন ও অনিদ্দিষ্টকালের জন্য আদালত বর্জনের সিদ্ধান্ত নেয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, বিচারক এম আলী আহম্মেদের অপসারন না হওয়া পর্যন্ত আদালত বর্জন অব্যাহত থাকবে।

এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম আলী আহম্মেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি।

(আরআর/এসপি/জুলাই ০৪, ২০১৯)