অমল তালুকদার : বরগুনার পাথরঘাটায় রংতুলির ছোঁয়া আর সাংস্কৃতিক পরিমন্ডলে বেরে ওঠা ইমন আর নেই। এক সময় রং আর তুলি হাতে পথেপ্রান্তরে দেখা মিলতো যে ছেলেটির; বিভিন্ন রঙ্গমঞ্চের অভিনয়ে দর্শক মাতানো সরল ছেলেটিকে অল্প সময়ে পাথরঘাটার মানুষ গ্রহন করেছিলেন "ইমন আর্ট" (বানিজ্যিক শিল্পি পরিচয়ে)।তিনি হঠাৎ-ই চলে গেলেন আজ নাফেরার দেশে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৩৫ বছর বয়সে শুক্রবার (৫ জুলাই) সকাল ১০ টার দিকে সে মারা যায়। ইমন পূর্ব হাতেপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছোট ছেলে ও পাথরঘাটার পৌরশহরের ডিজিটাল আর্ট এবং প্রিন্টিং এর ব্যাবসা করতেন ।

পারিবারিক সসূত্রে জানা গেছে, সকালে হঠাৎ অসুস্থ্য হয়ে পরলে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিনি স্টোক করেছে বলে জানান, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যাওয়ার পথে পাথরঘাটা পৌরশহরের শেখ রাসেল স্কয়ার পর্যন্ত পৌঁছতেই তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেন।

মৃত্যু কালে মেয়ে নিশাত (৮) ও ছেলে জিসান (৩) নামের দু'টি সন্তান, স্ত্রী, মা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, পাথরঘাটা বানিজ্যিক শিল্পি সমিতির সহ সভাপতি অমল তালুকদার,আস্থার সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, প্রত্যয়ের সভাপতি মেহেদী সিকদার সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবর্গ গভীর শোক প্রকাশ করেছেন

শুক্রবার বাদজোহর হাতেমপুরের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে ।

(এটি/এসপি/জুলাই ০৫, ২০১৯)