চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের অপসারণ চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ওই কলেজের শিক্ষক-কর্মচারী বৃন্দ। 

বৃহস্পতিবার দুপুরে কলেজ গেট, শাহী মসজিদ মোড় ও উপজেলা পরিষদের মধ্যে পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বক্তব্য দেন, সহকারী অধ্যাপক মো. কামাল মোস্তফা, মো. আবদুল মান্নান প্রভাষক আবুল কালাম আনসারী, লিলি আক্তার, রাবেয়া সুলতানা, রেহেনা সুলতানা, অফিস সহকারী আবদুর রহমান, মানিক মোল্লা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ মিজানুর রহমান নিজের অনিয়ম-দুর্নীতি ঢাকতে কলেজ সরকারি করণে বাধা সৃষ্টি করছে। দেশের সকল কলেজের পদ সৃজনের ফাইল নির্ধারিত সময়ে পৌঁছালেও একমাত্র চাটমোহর সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের পদ সৃজনের ফাইল অধ্যক্ষের ষড়যন্ত্রের কারণে পৌঁছায়নি। দ্রুত অধ্যক্ষের অপসারণ চেয়ে কলেজের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।

(এস/এসপি/জুলাই ০৫, ২০১৯)