নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে লাগাতার চলমান বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও রেললাইন অবরোধ কর্মসূচিসহ সকল আন্দোলন স্থগিত করেছে আত্রাইবাসী। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের দেয়া প্রতিশ্রুতির ভিত্তিতে এ আন্দেলন স্থগিত করা হয়।

আন্দোলনে নেতৃত্বদানকারী নেতারা শুক্রবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাত করলে রেলপথ মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, রেলের উন্নয়নে বর্তমান সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। চাহিদার ভিত্তিতে যেখানে নতুন রেললাইন নির্মাণ করা দরকার সেখানে নতুন রেললাইন নির্মাণ, যেখানে সংস্কার সেখানে সংস্কার ও যেখানে স্টপেজ দরকার সেখানে স্টপেজের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, আগামী ঈদ উল আযহার আগেই আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেন থামবে । সেইসঙ্গে রেলের জিএম খন্দকার শহিদুল ইসলামকে নির্দিষ্ট সময়ের পূর্বেই প্রয়োজনীয় কার্য সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

এ সময় রেলওয়ে পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/জুলাই ০৬, ২০১৯)