বিছিন্ন ভালোবাসা

একজন প্রেমিক প্রেম বিণা হয় বিছিন্ন
নদীর পরিপূর্ণ আসে জোয়ার ভাটায়
গাছের শক্তি থাকে তার শিকরের মাঝে
ভালোবাসার সম্পর্ক নষ্ট হয় বিছিন্নতায়।
-
জীবনের টানে কতোকিছু দেখতে হয়
আপন থাকেনা চিরকাল আপন হয়ে
হারিয়ে যায় অনেক মধুর স্মৃতি বিণা কারণে
তবে আমিও আমার জীবন পেয়েছি খুঁজে?
-
নানা চিন্তায় থেকে দিন-রাত অতিবাহিত হয়
তবুও পারিনি জানতে জীবনের মানে
তাহলে কি আমিও বিছিন্ন হয়ে গেলাম?
মানুষের নিকট থেকে অভাবের কারণে।
-
ভালোবাসার মধুর সম্পর্ক কখনও নষ্ট হয় য
কোনো ভুলের জন্য নয়তো সন্দেহের জন্য
আমার একমাত্র কারণ দেখি আমার ভুল
তবুও বাঁচতে চাইবো ছেলে মেয়ের জন্য।
-
সুখের জন্য নয় শুধুমাত্র একজন পিতা হয়ে
আমার জীবনের কষ্টের জন্য আমি দায়ী
তবুও এই দায় মুগ্ধ আমাকেই করতে হবে
শুধু মহান আল্লাহর কাছে ফরিয়াদ চেঁয়ে।
-
আমি যেনো প্রেমিকের মতো বিছিন্ন না হ‌ই
অনায়াসে বিছিন্ন হয়ে হতাশায় না পরি
সকল বিপদ থেকে নিজেকে রক্ষা করব
একমাত্র সৃষ্টি কর্তার কাছে সাহায্য চেয়ে।