রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী মহর আলীর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করেছে জেলা মৎস্য ব্যবসায়ী সমিতি। টাঙ্গাইল জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে মঙ্গলবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, জেলা বিএনপি নেতা আশরাফ পাহেলী, টাঙ্গাইল জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম মাতাব্বর, সাধারণ সম্পাদক আমীর হামজা বেপারী, কাউন্সিলর মেহেদী হাসান আলীম, কাউন্সিলর মীর মইনুল হক লিটন, পার্ক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বারেক, সাধারণ সম্পাদক জোয়াহের আলী, মো. ফিরোজ মিয়া পৌর এলাকা মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আজিম হোসেন, সাধারন সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ২ জুন বিকেলে মহর আলী তার ফার্নিচারের দোকান থেকে বের হয়ে যায়। পরে তাকে শহরের একটি সিসি ক্যামেরায় দেখা যায় রিক্সা যোগে একটি বাসার সামনে নেমে যায়। তারপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরের দিন ৩ জুন সকালে একটি ব্রিফকেসে মাথা ও পা বিহীন দেহ পাওয়া যায়। খন্ডিত দেহ এবং পরিহিত শার্ট গেঞ্জি দেখে তার আতœীয়-স্বজন মহর আলীর মরদেহ সনাক্ত করেন।

এ ঘটনায় নিহত মহর আলীর ভাই ইশারত হোসেন বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক মো. আবু সাদেক মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে তদন্ত শুরু করেন।

নিহত মহর আলীর ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে কয়েকজন গৃহবধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও একজন মহিলাকে হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলার কোন অগ্রগতি না হওয়ায় পরে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) তদন্ত করছেন।

(আরকেপি/এসপি/জুলাই ০৮, ২০১৯)