ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : শিক্ষার্থীরা স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে আসলে প্রতিষ্ঠান হতে বহিষ্কারের জন্য প্রতিষ্ঠান প্রধানদের পরামর্শ দেয়া হয়েছে। 

সোমবার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃংখলা কমিটির মাসিক সভায় এ পরামর্শ দেয়া হয়েছে।

পরিষদ মিলনায়তনে এ সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, অধ্যক্ষ হামিদুর রহমান, অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী, ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, চালকল মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান মালিথা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার ইনচার্জ ভূপতি বর্মন রায় প্রমূখ।

(এসকেকে/এসপি/জুলাই ০৮, ২০১৯)