নড়াইল প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মাদকমুক্ত নড়াইল প্রতিষ্ঠার লক্ষ্যে লোহাগড়ায় মাদক বিরোধী গ্র্যান্ড র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ জুলাই) লোহাগড়া জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থা সমূহের অংশ গ্রহণে দুপুর ১২টায় দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি গ্র্যান্ড র‌্যালি বের হয়। অনুষ্ঠিত র‌্যালিতে শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোহাগড়া সরকারি উচ্চ বিদ্যালয় গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় চত্বরের উন্মক্ত মঞ্চে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা’র সভাপত্বিতে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক নজরুল ইসলাম, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র প্রমুখ।

(আরএম/এসপি/জুলাই ০৯, ২০১৯)