নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রানীনগর উপজেলার গোনা গ্রামের সামনে তদানীন্তন ব্রিটিশ আমলে নির্মিত বাংলাদেশ রেলওয়ের ২৮৫ নং ব্রিজ স্থানীয়ভাবে ‘চকের ব্রিজ’ নামে পরিচিত। যে ব্রিজকে ঘিরে একাত্তরে মহান মুক্তিযুদ্ধেও রয়েছে বিশাল ইতিহাস। সেই ব্রিজটির বর্তমানে প্রতিটি পিলারের নীচ থেকে ইট খুলে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ব্রিজটি হয়ে পড়েছে নড়বড়ে।

এই ব্রিজের ওপর দিয়ে দিনে-রাতে চলছে, চিলাহাটি-খুলনা, চিলাহাটি-রাজশাহী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সকল ট্রেন। যে কোন সময় এখানে ঘটতে পারে সিলেটের মত বড় ধরনের দুর্ঘটনা। সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের এবিষয়ে কোন ভ্রুক্ষেপ আছে বলে অবস্থা দৃষ্টে মনে হয়না।

স্থানীয়দের দাবী, রেলপথে আবারো বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটার আগেই রানীনগরের এই চকের ব্রিজটি সংস্কার অথবা পুনঃনির্মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন।

(বিএম/এসপি/জুলাই ০৯, ২০১৯)