রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : মালেশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মাইনুল ও মোহাম্মদ আলী ।

এই মৃত্যুর খবর পাওয়ার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুই পরিবারে চলছে কান্নাকাটির আহাজারি।

ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের নলহরা আকন্দবাড়ীর আতাব আলীর ছেলে মোহাম্মদ আলী প্রায় ১ বছর আগে পরিবারের সুখের জন্য একমাত্র অবলম্বন ৫ শতাংশ আবাদী জমি বিক্রী ও ধার করে প্রায় ৮ লাখ টাকা নিয়ে মালেশিয়া যান।

মঙ্গলবার (৯ জুলাই) কোম্পানির কাজ শেষে বাসায় ফেরার পথে জহুর বাহরু জেলার মোয়া থানা এলাকায় রাস্তায় লরির সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান বলে পরিবারের সদস্যরা জানান।

নিহত মোহাম্মদ আলীর স্ত্রী লতা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। এখন আর উপার্জন করার মত কেউ রইল না। নিহত মোহাম্মদ আলীর স্কুল পড়ুয়া ২টি ছেলে সন্তান রয়েছে।

একই এলাকার পাথালিয়া গ্রামের হাসমত আলীর ছেলে মাইনুল ইসলাম মালেশিয়ায় ওই সড়ক দূর্ঘটনায় মারা যান। নিহত মাইনুলের স্ত্রী নাসরিন জানান, তার স্বামী তাকে হোমিও প্যাথিক ডাক্তার বানাতে চেয়েছিলো। সে স্বপ্ন আর পূরণ হল না। স্বপ্ন স্বপ্নই রয়ে গেল।

নিহতদের লাশ দেশে আনার পর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবারের লোকজন জানায়।

(আরকেপি/এসপি/জুলাই ১০, ২০১৯)