রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার বারাত গ্রামের বিধাব পুষ্প রানী দাসকে ধর্ষণের পর নৃশংস নির্যাতন করে হত্যার ঘটনায় দোষীদেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলঅদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আনেদালন ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এ মানববন্ধন কর্মসুচি পালন করে।

মানববনধন কর্মসুচি চলাকালে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাস, বিভুতোষ রায়, দীলিপ কুমার দাস, নাসিরউদ্দিন, দুলাল দাস, সরস্বতী দাস প্রমুখ।

বক্তারা বলেন, দলিত নারী পুষ্প রানী দাসকে গত ২০ জুন বিকেলে মোবাইল ফোনে ডেকে নিয়ে যেভাবে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। তার হত্যার সঙ্গে জড়িতদেও মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে। অন্যদেরও গ্রেপ্তার কওে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

(আরকে/এসপি/জুলাই ১০, ২০১৯)