মাদারীপুর প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার রাস্তার পাশে অবৈধভাবে গড়ে তোলা প্রায় তিন শতাধিক ছোট বড় স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার দিনব্যাপী এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন মাদারীপুরের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, দীর্ঘ দিন ধরে প্রভাবশালীর দৌরাত্ম্যে মস্তফাপুরের বাসস্টান্ডের রাস্তার পাশের জায়গা দখল হয়ে আছে। তাই এই অবৈধভাবে গড়ে তোলা তিন শতাধিক ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। এসব অবৈধ স্থাপনার জন্য জন জীবন বাধাগ্রস্ত হচ্ছিল। তাই জন দুর্ভোগ কমাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন অংশে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এ সকল অবৈধ স্থাপনার জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে যায়। সামান্য বৃষ্টিতেই মহাসড়কে পানি জমে থাকে। যার ফলে রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন ভোগান্তিতে পড়তো। রাস্তার পাড়ের অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে ফেলায় সাধারণ মানুষ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।


(এএস/এসপি/জুলাই ১০, ২০১৯)