গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দু’গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ ও ছয়ঘড়িয়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাপ্পু (২৭), আসাদুল (৩০) ও গোফ্ফারের (৫৫) নাম জানা গেছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ছয়ঘড়িয়া গ্রামের ভটভটি চালক পাপ্পু মিয়ার ভটভটির ধাক্কায় বোচাদহ গ্রামের আসাদুল ইসলাম সামান্য আহত হন। এ ঘটনার জের ধরে দুই গ্রামবাসী ইট-পাটকেল ও লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১০ হন।

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

(ওএস/এটিআর/জুলাই ২৯, ২০১৪)