স্টাফ রিপোর্টার : বহুল আলোচিত আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল ২০১৯ সহ সংসদে পাস হওয়া তিনটি আইনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার এসব আইনে সম্মতি দেয়ায় তা কার্যকর হয়েছে। অন্য আইনগুলো হলো- প্রাণীকল্যাণ বিল, ২০১৯ ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল বিল, ২০১৯। এই আইনগুলো সংসদের চলমান তৃতীয় অর্থাৎ বাজেট অধিবেশনে পাস হয়। এই অধিবেশন আজ শেষ হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, দ্রুত বিচার আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন-২০১৯ বিল পাস করেছে সংসদ। এ নিয়ে নবমবারের মতো আইনটির মেয়াদ বাড়ানো হলো। বিদ্যমান আইনে চাঁদাবাজি, যান চলাচলে বাধাদানসহ ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টির দায়ে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়ার বিধান রয়েছে। এটি গত ৯ জুলাই পাস হয়।

(ওএস/এসপি/জুলাই ১১, ২০১৯)