রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : প্রকাশ্যে ঘুরে বেড়ালেও মামলার ছয় সপ্তাহেও গ্রেপ্তার হয়নি ধর্ষক  ফারুক মোল্লা। আদালতের নির্দেশে সাতক্ষীরার আশাশুনি থানায় গত ২০ মে তার বিরুদ্ধে মামলা(জিআর-১১৭/১৯ আশা) রেকর্ড করা হয়।

মামলার বিবরণে জানা যায়, আশাশুনি থানার কাপষণ্ডা গ্রামের এক গৃহবধুকে(৩৭) একা পেয়ে চলতি বছরের ৩ মে রাত ১১টার দিকে জোরপূর্বক ধর্ষণ করে ওই গ্রামের ছহিুদ্দিন মোল্লার ছেলে ফারুক মোল্লা (৫৫)। ওই গৃহবধূর স্বামী অন্যের চিংড়ি ঘেরে কাজ করে ও ছেলে দূরের একটি মাদ্রাসায় পড়াশুনা করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিম জানালে তিনি বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলে কালক্ষেপন করেন।

একপর্যায়ে থানা মামলা না নেওয়ায় ১৬ মে ওই নারী সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

বাদিনীর অভিযোগ, আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিলেও তাকে গ্রেপ্তার করছে না পুলিশ।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, বিষয়টি তার গোচরে নেই। খোঁজ নিয়ে সংশ্লিষ্ট তদন্তকারি কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলবেন।

(আরকে/এসপি/জুলাই ১১, ২০১৯)