বাগেরহাট প্রতিনিধি : ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তজার্তিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে গিয়ে শেষ হয়।

পরে সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলানায়তনে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গুরু প্রসাদ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোশাররফ হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, ডা. অনিল কুমার কুন্ডু, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মো. ইব্রাহীম আলী আকুঞ্জী প্রমুখ।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনায় বিশেষ ভুমিকা রাখায় মাঠ পর্যায়ের ১৫ মাঠ কর্মীকে ক্রেস্ট প্রদান করা হয়।

(এসএকে/এসপি/জুলাই ১১, ২০১৯)