রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সিনিয়র আইনজীবি বীরমুক্তিযোদ্ধা মিয়া মো. হাসান আলী রেজাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে আদালত প্রাঙ্গনে জেলা বার সমিতি এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সমিতির সভাপতি রফিকুল ইসলাম খান আলো, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শিশির, সরকারি কৌশলী (পিপি) এস আকবর খান, সরকারি আইনজীবি (জিপি) আনন্দ মোহন আর্য্য, আইনজীবি মীর শামসুল আলম শাহজাদা প্রমুখ। এসময় বার সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গত ৮ জুলাই সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টায় তিনি বাসা থেকে বের হয়ে যান আর ফিরে আসেননি। তাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় একটি জিডি করা হয়েছে।

প্রশাসনের নিকট আমাদের আকুল আবেদন আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের আইনজীবি মিয়া মো. হাসান আলী রেজাকে জীবিত উদ্ধার করে ফেরত দিতে হবে। তা না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।


(আরকেপি/এসপি/জুলাই ১১, ২০১৯)