নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজামের বাড়ির কাজের ছেলের রহস্য জনক মৃত্যু হয়। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করতে যায় চরজব্বর থানা পুলিশ।  সংবাদ সংগ্রহ করতে গেলে নোয়াখালী প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক, ডেইলি অবজারভার পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি এবং চ্যানেল এসটিভির প্রতিনিধি মোঃ ইমাম উদ্দিন সুমনকে ঘটনাস্থল এলোপাতাড়ি মারধর করে এবং তার ভাড়াটিয়া লোকজন নিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে চরজব্বার থানার ওসি শাহেদ উদ্দিন সাংবাদিক সুমনকে উদ্ধার করে। 

উল্লেখ্য, মোজাম্মেল চেয়ারম্যানের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে নির্যাতন, বিচারপ্রার্থী অসহায় এক নারীকে ধর্ষণ সহ একাধিক মামলা রয়েছে মোজাম্মেল চেয়ারম্যানের বিরুদ্ধে।

ঘটনার সময় উপস্থিত ছিলেন, চরজব্বার থানার ওসি শাহেদ উদ্দিন চৌধুরী, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক ভোরের কাগজ পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি লিটন চন্দ্র দাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল বাসার, আনন্দ টিভির সুবর্ণচর প্রতিনিধি সামছুউদ্দিনসহ সাংবাদিকগন।

এ ঘটনায় নোয়াখালী জেলার সাংবাদিকবৃন্দ দ্রুত বিচারের দাবী জানান, এবং সাংবাদিকের উপর হামলার ঘটনায় তিব্রনিন্ধা জানান।

এঘটনায় সাংবাদিক ইমাম উদ্দিন সুমন মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

চরজব্বর থানার ওসি শাহেদ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

(এস/এসপি/জুলাই ১১, ২০১৯)