বিশেষ প্রতিনিধি : ঈদের মাঠে ইমামতি নিয়ে সংঘর্ষে ময়মনসিংহের নান্দাইলে শতাধিক লোক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে ফলে এলাকার লোকজন ঈদের নামাজ পড়তে পারেনি।

এলাকাবাসী জানায় উপজেলার আচারগাও ইউনিয়নের চাঁনপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে প্রতিবারের মত এবারও ঈদের জামাতের আয়োজন করা হয়। মাদ্রাসার হাফেজ ও চাঁনপুর মসজিদের ইমাম মো. ওমর ফারুকের ইমামতি করার কথা থাকলেও চাঁনপুর পূর্বপাড়ার লোকজন আপ্তাব উদ্দিন নামে ঈশ্বরগঞ্জের এক ইমামকে দিয়ে ইমামতি করানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষকারীরা ইট পাথর ও লাঠিসোটাসহ ব্যবহার করে এতে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। সংঘর্ষের সময় মাদ্রাসার বেড়া ও মাদ্রাসা সংলগ্ন কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়।

গুরুতর আহতদের মধ্যে মতিউর রহমান (৩৬), আনোয়ার(৪৫), স্বপন মিয়া (৩৫), লাল মিয়া (৪২), কাঞ্চন মিয়া(৩০), জামাল উদ্দিন (২৭),লতিফ(৪৬), আবু সাঈদ (৬০), সুলতান(৩৪), আলমগীর(২০), তৌহিদুল(২২), রফিকুল ইসলাম(২৫)ও কাঞ্চন মিয়া(২৭) নান্দাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

(এপি/অ/জুলাই ২৯, ২০১৪)