কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মানদীতে ইঞ্জিন চালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১৫ জনের উদ্ধারে ডুবুরিরা অভিযান শুরু করেছে।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ডবুরিদের একটি টিম খুলনা থেকে ঘটনাস্থলে পৌঁছায়।

বিজিবির দুইটি স্পিড বোড নিখোঁজদের উদ্ধারে নদীর বিভিন্ন স্থনে টহল দিয়েছে। এছাড়া, কুষ্টিয়া থেকে আসা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমুল হক পাভেল জানান, খুলনা থেকে ডুবুরির একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। তিনি বলেন, অন্ধকারের কারণে উদ্ধার তৎপরতা ততটা জোরদার করা যাচ্ছেনা।

দুর্ঘটনা কবলিত নৌকা থেকে তীরে উঠে আসা মাঝি ও অন্য যাত্রীরা জানান, উপজেলার বৈরাগির চরের পার্শ্ববর্তী এক গ্রামের ২১/২২ জন ইঞ্জিন চালিত নৌকায় করে ওই চরে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে বিকেলে স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে মাঝ নদীতে ডুবে যায় নৌকাটি।
এসময় ৬/৭ জন যাত্রী সাঁতার কেটে তীরে ফিরে আসে। বাকিরা এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজদের কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
উপজেলার চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমুল হক পাভেল ঘটনাস্থলে রয়েছেন। তিনি উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মানদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে গিয়ে কমপক্ষে ১৫ জন নিখোঁজ হয়।

(কেকে/অ/জুলাই ২৯, ২০১৪)