গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গত কয়েক দিনের একটানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেই সাথে নদীতীরবর্তী এলাকায় ভাঙ্গনও দেখা দিয়েছে।

গত এক সপ্তাহ যাবৎ একটানা ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে গোবিন্দগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর, তরফমনু, শাকপালাসহ রাখালবুরুজ, দরবস্ত, হরিরামপুর, মহিমাগঞ্জ ও শালমারা ইউপি’র নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে করতোয়া নদীর পানি বৃদ্ধির সাথে সাথে নদীর তীরবর্তী এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যই চক রহিমাপুর এলাকায় বাঁধের সুইচ গেটটি নদীগর্ভে বিলিন হয়েছে। এসব এলাকার লোকজন জানিয়েছেন, নদী ভাঙ্গনে বেশ কিছু বসতবাড়ী সহ ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়েছে।

(এসআরডি/এসপি/জুলাই ১২, ২০১৯)