মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর থানায় গৃহবধূ গণধর্ষণের অভিযোগে তিনজনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। শ্রীপুর উপজেলার কোদলা গ্রামের এক গৃহবধু শুক্রবার রাতে থানায় এ মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত তিন জনের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করেছে। একই সাথে মামলাটির তদন্তভার ডিবি পুলিশের উপর ন্যাস্ত করেছে। 

মামলার বিবরণে জানা যায়, গত ২৮ জুন শ্রীপুর উপজেলার কোদলা গ্রামে এক গৃবধু ধর্ষণের শিকার হন। ঘটনার দিন রাতের বেলা একই গ্রামের দিপুল নামে পরিচিত এক যুবক দরজায় কড়া নাড়লে ওই গৃহবধূ দরজা খুলে দেন। এসময় দিপুল একই গ্রামের মাজেদুল ও আশরাফুল নামে আরো দুই যুবককে নিয়ে ঘরে ঢুকে তাকে পর্যাক্রমে ধর্ষণ করে।

ওই গৃহবধূ বলেন, এ ঘটনার পর তিনি শ্রীপুর থানায় গেলে থানার অফিসার ইন চার্জ মাহবুবুর রহমান মামলা না নিয়ে তাকে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখেন। পরে এ ঘটনা মিডিয়ায় প্রকাশের পর পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষের নজরে আসে। পুলিশ সুপার বিষয়টি জেলা পুলিশের উর্ধ্বতন কমকর্তাদের দিয়ে তদন্ত করে। পরে পুলিশ সুপারের নির্দেশে শ্রীপুর থানা পুলিশ শুক্রবার রাতে ওই গৃহবধূর মামলা গ্রহণ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, শ্রীপুর থানা পুলিশ শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে গৃহবধূর দায়ের করা মামলা গ্রহন করে অভিযুক্ত তিন আসামির মধ্যে দুই জনকে কোদলা গ্রামের নিজ-নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। অপর আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি তদন্তর জন্য ডিবি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।

(ডিসি/এসপি/জুলাই ১৪, ২০১৯)