মাগুরা প্রতিনিধি : মাগুরা-ঝিনাইদহ সড়কে গত ১৫ দিন ধরে চলছে না মাগুরার বাস। ফলে ভোগান্তিতে পড়েছে মাগুরা জেলার যাত্রী সাধারণ। ঝিনাইদহ বাস মালিক সমিতি কর্তৃক মাগুরা বাস মালিক সমিতির বাসগুলো ঝিনাইদহের উপর দিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে মাগুরার বাস মালিক ও শ্রমিকরা।

এ সমস্যার সমাধান না হলে মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে মাগুরা বাস-মিনিবাস মালিক গ্রুপ ও মটর শ্রমিক ইউনিয়ন।

জেলা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের সম্মেলন কক্ষে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের জানানো হয়, মাগুরা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের বাসগুলো দীর্ঘ ২৭-২৮ বছর ধরে মাগুরা-ঝিনাইদহের হাট গোপালপুর, কালিগঞ্জ ও যশোর হয়ে খুলনায় চলাচল করছে। কিন্তু ঝিনাইদহ বাস মালিক সমিতি জোরপূর্বক মাগুরার মালিক সমিতির গাড়িগুলো ঝিনাইদহের আরাবপুর স্ট্যান্ড থেকে বাসগুলো ফিরিয়ে দিচ্ছে এবং বাস চলাচলে নানা ধরনের বাধা সৃষ্টি করছে। এমনকি রিজার্ভ গাড়িগুলো চলাচল করতে দিচ্ছে না। এর ফলে জেলার ৪ শতাধিক কর্মরত মটর শ্রমিক ও তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

জেলা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান জানান, গত ২৪ জুন মাগুরা বাস মালিক সমিতি ও ঝিনাইদহ মালিক সমিতির বাসগুলো অনানুষ্ঠানিকভাবে মাগুরা-ঝিনাইদহ সড়কে যৌথ ভাবে চলাচলে সিন্ধান্ত হয়। কিন্তু তা শুরুর দিনই বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ৩০ জুন ঝিনাইদহ মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানুর উপস্থিতিতে পূর্বের সিন্ধান্ত অনুযায়ী সড়কে বাস চলাচলের ব্যাপারে উভয়পক্ষ একমত হন। কিন্তু অযৌতিকভাবে গত ১ জুলাই থেকে মঙ্গলবার পর্যন্ত এই রুটে মাগুরা বাস মালিক সমিতির কোন বাস চলাচল করতে দেয়নি ঝিনাইদহ মালিক সমিতি।

এ অবস্থায় মাগুরা বাস-মিনিবাস মালিক সমিতি বাধ্য হয়ে ঝিনাইদহের গাড়িগুলো মাগুরা সড়কে চলাচলে বাধা দেয় । কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন তাতে বাধা দেন বলে সংবাদিক সম্মেলনে তারা অভিযোগ করেন। এ সমস্যা সমাধানের জন্য ঝিনাইদহ পুলিশ সুপার এবং মাগুরা পুলিশ সুপারের সাথে আলোচনার পরও এখনো কোন সমাধান হয়নি। দ্রুত এ সমস্যার সুষ্ঠু সমাধান না হলে তারা সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

এদিকে মাগুরা ঝিনাইদহ সড়কে বাস চলাচল বন্ধ থাকায় এ সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। বিশেষ করে চাকুরীজীবী, ব্যবসায়ী ও ইসলামী বিশ্ব বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীরা এ দুর্ভোগের শিকার হচ্ছেন।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, মাগুরা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদ, সাধারণ সম্পাদক ইছহাক হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক ফুরকানুল হামিদ, সাবেক সভাপতি বাহারুল ইসলাম, জেলা বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান, সাধারণ সম্পাদক বাবু মিয়া প্রমুখ।

(ডিসি/এসপি/জুলাই ১৬, ২০১৯)