নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ভাইয়ের কবল থেকে পৈত্রিক সম্পত্তি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করলেন আপন দু’বোন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় সান ষ্টার হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বড় বোন শিক্ষক সামছুন নাহার।

এ সময় অপর বোন শিক্ষক লাভলী ইয়াসমিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে ওই দু’বোন বলেন, ৯০ নং লক্ষীপাশা মৌজায় এসএ খতিয়ান- ৯৯৪, সাবেক দাগ-৬৭২, হাল দাগ-৩০৬৫ এ সাড়ে ২২ শতক জমি রয়েছে, যা আমাদের পিতৃ সূত্রে পাওয়া। পৈত্রিক সূত্রে এই সাড়ে ২২ শতক জমির মধ্যে আমরা দু’বোন ২.০৫ শতক করে মোট ৪.১০ শতক জমি পাওয়ার কথা থাকলেও আমার ভাই গোলাম মোস্তফা উক্ত জমি দীর্ঘদিন ধরে জবর দখল করে রেখেছে। আমরা জমি উদ্ধারের জন্য ভাই গোলাম মোস্তফাকে বললেও সে জমি না দিয়ে উল্টো আমাদেরকে হুমকি দিচ্ছে।

এ বিষয়ে সামাজিক ভাবে বেশ কয়েক দফায় শালিসও হলেও কোন সমাধান হয় নাই। সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই দু’বোন জমি উদ্ধারের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা কামনা করেন।

(আরএম/এসপি/জুলাই ১৬, ২০১৯)