নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ইতনা স্কুল এ্যান্ড কলেজে শিক্ষক পিকুল শিকদারকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার তাৎক্ষণিকভাবে শিক্ষকেরা এর বিচার দাবি করে ক্লাস বর্জন করেন। 

কলেজ সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ছাত্র রোজিম শিকদার অশালীনভাবে মাথার চুল ছেটে ক্লাসে আসে। কয়েকদিন ধরে ওই শিক্ষকসহ অন্য শিক্ষকেরা তাকে চুল শালীনভাবে ছেটে আসতে অনুরোধ করেন। ওই ছাত্র চুল না ছেটেই স্কুলে আসতে থাকে। গতকাল মঙ্গলবার শিক্ষক মদন মোহন ভদ্র তাকে ৩০ টাকা দিয়ে চুল ছেটে আসতে বলেন। ওই ছাত্র তখন বাজারে গিয়ে ইতনা গ্রামের ওমর সরদারের ছেলে ও সাময়িক বরখাস্ত পুলিশ সদস্য সুমন সরদার ও রাকাতুলকে সঙ্গে নিয়ে ওই শিক্ষককে কমনরুমের সামনে লাঞ্ছিত করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ বিশ্বনাথ চত্রবর্তী বলেন, এরপরই শিক্ষকেরা সভা করে তাৎক্ষণিকভাবে ক্লাস বর্জন করেন।

এ ব্যাপারে ইতনা স্কুল এ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদেও সভাপতি বাসুদেব ব্যানার্জী বলেন, দ্রুত কলেজ পরিচালনা পর্ষদের সভা করে বিষয়টি সুরহা করার চেষ্টা করা হবে।

(আরএম/এসপি/জুলাই ১৬, ২০১৯)