ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ’ ২০১৯ উপলক্ষ্যে বুধবার ঈশ্বরদী উপজেলা মৎস্য অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান।

‘মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগাণে ১৭ জুলাই সারা দেশের মতো ঈশ্বরদীতে মৎস্য সপ্তাহের আড়ম্বরপূর্ণভাবে উদ্বোধন করা হবে বলে তিনি জানিয়েছেন। উদ্বোধন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণের কর্মসূচি নেয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। সপ্তাহব্যাপী ‘মৎস্য সেক্টরের সমৃুদ্ধি, সুনিল অর্থনীতির অগ্রগতি’কে প্রতিপাদ্য করে বিভিন্ন স্থানে মাছ চাষে উদ্বুদ্ধকরণ সভা, আলোকচিত্র প্রদর্শনি, ফরমালিন বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ২৩ জুলাই তিন জন শ্রেষ্ঠ মৎস্য চাষীকে পুরুস্কারের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ শেষ হবে।

মতবিনিময় সভায় ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ছাড়াও বিভিন্ন জাতীয় পত্রিকার সাংবাদিক ও পত্রিকার সম্পাদক উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/জুলাই ১৭, ২০১৯)