কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : মাছ চাষে গড়ব দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই শ্লোগানকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ এ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা হল রুমে আজ বুধবার সকালে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়েজন করেন। 

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নিবার্হী অফিসার মোসা. ইসমত আরা। তিনি উপজেলার ৭দিন ব্যাপী মৎস্য সপ্তাহের উদ্ভোধন করেন এ সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে।

৭দিন ব্যাপী কর্মসুচির মধ্যে রয়েছে উপজেলা জুড়ে ব্যাপক প্রচার,মৎস্য পোনা অবমুক্ত করা,স্কুলের ছাত্রছাত্রীদের মৎস্য আইন বিষয়ক সেমিনার করা, মৎস্য বিষয়ক আলোচনা ও প্রমাণ্যচিত্র প্রদর্শন করা, ফরমালীন বিরোধী অভিযান পরিচালনা করা সহ নানা কর্মসুচি গ্রহন করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী মৎস্য অফিসার মো. জহিরুল আমীন,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকতা মো. আবু সাঈদ, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী কর্মকর্তা মো. মুজিবুর রহমান, অফিস হসকারী মোসা. হামিদা আক্তার প্রমুখ।

(এসকেডি/এসপি/জুলাই ১৭, ২০১৯)