গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা টু সাদুল্যাপুর আঞ্চলিক সড়ক বন্যার পানিতে ডুবে যাওয়া সকল প্রকার ভারী যানবাহন চলাচল সরকারী ভাবে বন্ধ ঘোষণা করেন।

বুধবার (১৭ জুলাই) গাইবান্ধার ঘাঘট নদীর বাঁধ ভেঙ্গে সাদুল্যাপুরে আসা বন্যার পানির প্রবল স্রোতে গাইবান্ধা-সাদুল্যাপুর আঞ্চলিক সড়কের বেশ কয়েকটি জায়গায় সড়কের কিছু অংশ ধ্বসে যায়। এবং এ সড়কের ব্রীজ ঝুঁকিপূর্ণ থাকায় এ সড়ক দিয়ে সকল প্রকার ভারী যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

তবে বালু ভর্তি বস্তা ফেলে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো ভাঙ্গন রোধ করার চেষ্টা চলছে।

(এস/এসপি/জুলাই ১৭, ২০১৯)