নড়াইল প্রতিনিধি : ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা পারভীন, সহকারী মৎস্য কর্মকর্তা মো: রাজীব জামান রাজু সহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম জানান, এ বছর সফল ও সার্থক ভাবে মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। এ সব কর্মসূচির মধ্যে রয়েছে মাছের পোনা অবমুক্তি, র‌্যালি, আলোচনা সভা, বর্তমান সরকারের সময়ে মৎস্য সেক্টরের অগ্রগতির বিষয়ে আলোচনা সভা ও প্রাধান্য চিত্র প্রদর্শন, স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, কুইজ, ফরমালিন বিষয়ক অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন, ভ্রাম্যমান আদালত পরিচালনা, পুরস্কার বিতরণ। তিনি এ সব কর্মসূচি সফল ভাবে উদযাপনের জন্য গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগীতা কামনা করেন।

(আরএম/এসপি/জুলাই ১৭, ২০১৯)