সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : “মাছ চাষে গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে তুলে ধরে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৯।

এ উপলক্ষে বুধবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন তার বক্তব্যে মাছ চাষে সফলতার কথা তুলে ধরে বলেন, কেন্দুয়া উপজেলায় মাছের বাৎসরিক চাহিদা রয়েছে ৭৬৪১.১৯ মেট্রিক টন। এর মধ্যে বছরে উৎপাদন হয়েছে ৮২৬৫.৭৩ মেট্রিকটন। উদ্বৃতি রয়েছে ৬২৪.৫৪ মেট্রিক টন।

তিনি বলেন, চাহিদার চেয়ে উৎপাদনের পরিমান কেন্দুয়ায় বেশি। এ সফলতা মাছ চাষী সহ আমাদের সকলের। তিনি আগামী দিনগুলোতে আধুনিক মাছ চাষে চাষিদের পর্যায়ক্রমে প্রশিক্ষন দেয়া হবে বলে জানান। সাংবাদিক সম্মেলনের আরো বক্তব্য রাখেন উপজেলা সময়বায় কর্মকর্তা রবি শঙ্কর পাল, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন ভূঞা, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা (এনএটিপি- ২) বলাই চন্দ্র ভৌমিক।

এছাড়া সাংবাদিকদের পক্ষ থেকে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত আলী কাজল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ভোরের ডাক পত্রিকার সাংবাদিক আবুল কাশেম আকন্দ, ও নাট্যকার সাংবাদিক রাখাল বিশ্বাস।

সাংবাদিকদের আধুনিক মৎস্য চাষে পর্যায়ক্রমে প্রশিক্ষন দেয়ার দাবী জানান, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন সরকার। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন আরো বলেন, এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘মৎস্য সেক্টরে সমৃদ্ধি সুনিল অর্থনীতির অগ্রগতি’।

এ লক্ষ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠান সহ প্রতিদিনের প্রতিটি কর্মসূচিতে অংশ নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, যায় যায় দিন পত্রিকার মোঃ রফিকুল ইসলাম, মানবজমিনের মোঃ মজিবুর রহমান, দৈনিক ইত্তেফাকের জিয়াউর রহমান জীবন, ঢাকা প্রতিদিনের সাব্বির আহমেদ খান অয়ন, দৈনিক ইকরার নজরুল ইসলাম মহসীন, প্রতিদিনের সংবাদ পত্রিকার হুমায়ুন কবীর ও কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ইনচান উদ্দীন ভূইয়া।

(এসবি/এসপি/জুলাই ১৭, ২০১৯)