নিউজ ডেস্ক : ভবিষ্যতে সাধারণ একটি রক্ত পরীক্ষার মাধ্যমেই শরীরে কোনো ধরনের ক্যানসার থাকলে তা শনাক্ত করা যাবে বলেই সম্প্রতি দাবি করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন তাঁরা খুব সাধারণ একটি রক্ত পরীক্ষার পদ্ধতি উদ্ভাবন করেছেন যাতে মানুষের শরীরে যে কোনো ধরনের ক্যানসারের অস্তিত্ব থাকলে তা ধরা পড়বে।

গবেষকেদের দাবি, তাঁদের উদ্ভাবিত পদ্ধতিটি অর্থ ও সময় সাশ্রয়ী। এতে মেলানোমা, কোলন ও ফুসফুসের ক্যানসারের মতো সমস্যাও নির্দিষ্ট উপসর্গ বিশ্লেষণ করে তা শরীরে বাসা বেঁধেছে কিনা তার উপস্থিতি টের পাওয়া যাবে।

প্রধান গবেষক ডিয়ানা অ্যান্ডারসন জানিয়েছেন, এই পদ্ধতিতে মূলত কোষের ডিএনএ বিশ্লেষণ করে ক্যানসারের অস্তিত্ব নির্ণয় করা হয়। ক্যানসারে আক্রান্ত ব্যক্তির ডিএনএ সুস্থ ব্যক্তির ডিএনএর তুলনায় আলট্রাভায়োলেট রশ্মিতে বেশি ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়।
ডিএনএর সংবেদনশীলতা পরীক্ষা করে ক্যানসার নির্ণয় করা হবে। তবে এই পদ্ধতিটিকে আরও উন্নয়ন করতে তারা কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ডিয়ানা।

(ওএস/এটিআর/জুলাই ৩০, ২০১৪)