কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গত ১৬ ও ১৭ জুলাই  রাতে ৫ মাদক ব্যবসায়ী ও ৬ পরোয়ানাভূক্ত সহ ১১ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী, এদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের অভিযোগ অনুযায়ী গ্রেফতার করা হয়েছে, এদের বিরুদ্ধে সুনিদিষ্ট নানা অভিযোগ রয়েছে। তবে উপজেলা সদরের ফকির মজনু শাহ“র ব্রিজের নীচে শিউলী বেগম অবাধে মাদক বিক্রি করলেও সে ধরাছোয়ার বাইরে রয়ে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো- উপজেলার দক্ষিন খামের গ্রামের মোঃ আফছার উদ্দিনের পুত্র মোঃ চাঁন মিয়া, সালোয়াটেকি গ্রামের মোরশেদ মিয়ার পুত্র উজ্জ্বল মিয়া (২৫), পাবুর গ্রামের মৃত আহমদ আলীর পুত্র রকিব সরকার (৩৫), বড়চালা গ্রামের মৃত সুবেদ আলীর পুত্র মোঃ এমদাদুল হক ওরফে মিলন মিয়া (৩৫), পলাশ উপজেলার দাঙ্গা গ্রামের মোঃ মোস্তফার পুত্র তুহিন (২০), বানার হাওলা গ্রামের মৃত সামসুদ্দিনের পুত্র মোঃ কাওছার প্রধান (৩০), বরুন গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র মোঃ রাজিব (২৪), উজলী দিঘিরপাড় গ্রামের আব্দুর রশিদের পুত্র রাজিব মিয়া (৩৫), বিটি পাড়া গ্রামের আসমত আলীর পুত্র মোঃ আলমগীর হোসেন কাজিম, আড়াল গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের পুত্র মোঃ লুৎফর রহমান সরকার রোপন, বিবাদিয়া গ্রামের মোঃ জামাল উদ্দিনের পুত্র মোঃ কামাল হোসেন।

তাদের আজ সকালে গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, মাদক ও পরোয়ানাভূক্ত আসামীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

(এসকেডি/এসপি/জুলাই ১৮, ২০১৯)