অমল তালুকদা, পাথরঘাটা : বরগুনার পাথরঘাটায় নাতিকে বকাঝকা করায় শতবর্ষী এক বৃদ্ধা চালের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা বাইনচটকি ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম সালেহা বেগম (৯৮)। সে বাইনচটকি গ্রামের নাজেম মোল্লার স্ত্রী। সালেহা ৫ সন্তানের জননী।

বৃদ্ধার বড় ছেলে কবির মোল্লা জানান, গতকাল বুধবার দুপুরে আমার বাড়ি থেকে আমার ছোট ভাই ইদ্রিস মোল্লার বাড়িতে ১ মাসের জন্য বেড়াতে যায়। আমার মেজো ভাই সাগরে মাছ ধরতে যাওয়ায় তার ছেলে তারেককেও সাথে নিয়ে যায়। সেখানে বসে সকাল ১০ টার দিকে চাউলের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে আমি তাৎক্ষণিক পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক আমার মাকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সালেহা বেগম ও তার স্বামী নাযেম মোল্লা তিন ছেলের মধ্যে বড় ছেলে ও ছোট ছেলের সংসারে ১ মাস করে ঘুরে ঘুরে অবস্থান করে। আর মেজো ছেলের বৌ তালাক হওয়ায় নাতি তারেককে (৮) দাদী সালেহা নিজের সাথে সাথে রাখতেন। সেই নাতি তারেককে অন্য ছেলের বৌ বকঝকা করলে অভিমানে সালেহা বেগম চালের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হানিফ সিকদার জানান, শতবর্ষী বৃদ্ধার লাশ উদ্ধার করে থানায় এনে সুরাতহাল করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

(ওএস/এসপি/জুলাই ১৮, ২০১৯)