নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : “মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি’’ এই শ্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্বরে অবস্থিত পুকুরে পোণা মাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ূন কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুন নাহার, ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, নাগরপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল প্রমূখ। আলোচনা সভায় বক্তারা মৎস্য সপ্তাহের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে বক্তব্য রাখেন ।

(এস/এসপি/জুলাই ১৮, ২০১৯)