পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : সারাদেশে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরিক্ষার ফল প্রকাশে বরগুনা জেলার কারিগরি শিক্ষার সাফাল্যের ধারাবাহিকতায় এবারও পাথরঘাটার চৌধুরী মাসুম টেকনিক্যাল ও বিজনেজ ম্যানেজমেন্ট (টিবিএম) কলেজ জেলায় প্রথম স্থান অধিকার করেন।

৬টি উপজেলায় ১৭টি টিবিএম কলেজের মধ্যে পর পর ৪ বার প্রথম হয় এই কলেজটি। কলেজে ৬৯ জন পরিক্ষার্থীর মধ্যে ৬৬ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছেন পাঁচ জন।

কলেজের প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাম্মাদ মাসুম জানান, বাংলাদেশের সর্ব দক্ষিনের বরগুনা জেলার শেষ প্রান্তে এই কলেজটি। এখানকার মানুষ শতকরা ৯০ ভাগ জেলে। এসব জেলে পরিবারের অতিদরিদ্র ছেলেমেয়েরা কলেজটিতে লেখাপড়া করে। প্রতি বছর কলেজটি ধারাবাহিকতায় জেলার সকল কলেজের মধ্যে সেরা হলেও কলেজটি এমপিও ভুক্ত হচ্ছে না। অথচ অন্যান্য কলেজ কোন রকম খুড়িয়ে চলেও তারা এমপিও ভুক্ত হয়েছে।

তিনি দাবী করেন, সমুদ্র উপকূলিয় অঞ্চলের এই কলেজটি সরকারের কিছু সুযোগ সুবিধার মাধ্যমে কৃষক শ্রমিক জেলে মজুর সহ খেটে খাওয়া গরীব অসহায় পরিবারের সন্তানরা যেন লেখাপড়া করে সু শিক্ষায় শিক্ষিত হতে পারে তা নিশ্চিত করা হোক।

(এটি/এসপি/জুলাই ১৯, ২০১৯)