সিংড়া (নাটোর) প্রতিনিধি : সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  সুশান্ত কুমার মাহাতো'র সরকারী মোবাইল নম্বর (০১৭৬২৬৯২১১৪) ক্লোন করে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। 

উপজেলার বড় বারইহাটি দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলামের কাছ থেকে ইউএনও’র নাম করে তার নম্বর থেকে ফোন দিয়ে ৮টি ল্যাপটপ প্রদান করা হবে বলে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রতারক চক্র হাতিয়ে নেয়েছে।

সুপার নজরুল ইসলাম বলেন,গতকাল বৃহঃবার রাতে (০১৭০৫৮১৮২৫৮, ০১৮৮৩১১৪৫৬৬, ০১৮২২৭৩৭৩৫৭) এই নম্বর গুলো ব্যবহার করে ৮টি ল্যাপটপ প্রদান করা হবে বলে আমার নিকট থেকে ৫০ হাজার টাকা আদায় করেছে প্রতারক চক্র।

ইউএনও সুশান্ত কুমার মাহাতো বলেন, নম্বরটি ক্লোন হওয়ার সাথে সাথে ফেসবুকে সতর্ক থাকার জন্য পোস্ট দেয়া হয়েছে, এটা নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। থানায় জিডি করা হবে বলে জানান তিনি। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধও করেন ইউএনও।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এস/এসপি/জুলাই ১৯, ২০১৯)