জামালপুর প্রতিনিধি : বন্যার পানিতে ভেসে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু এবং এক স্কুলছাত্র নিঁখোজ হয়েছে। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে তাদের দুজনের বাড়ি।

গোপালপুর গ্রামে শুক্রবার সকালে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে আবু বকর (৭৫) নামে এক বৃদ্ধের মারা যায়। আবু বকর গোপালপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলো। স্রোতে ভেসে গিয়ে ঘটনাস্থলের অদূরে তার মৃতদেহ পাওয়া যায়।

অপরদিকে, পানি দেখতে গিয়ে ব্রিজের রেলিং থেকে পড়ে মাজ্জাদ হোসেন (১২) নামে এক স্কুল ছাত্র বন্যার পানির স্রোতে ভেসে গেছে। সাধুরপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে মাজ্জাদ বৃহস্পতিবার সন্ধায় বটতলা ব্রিজের রেলিংয়ে দাঁড়িয়ে বন্যার পানি দেখছিল। হাত ফঁসকে রেলিং থেকে ছিটকে ব্রিজের নিচে বয়ে যাওয়া বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যায় সে। নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার সকাল থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ডুবে যাওয়া স্কুল ছাত্র উদ্ধার হয়নি এখনো।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মাহবুবুল আলম ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

(আরাআর/এসপি/জুলাই ১৯, ২০১৯)