হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে ক্ষতিগ্রস্থ বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।

শুক্রবার দুপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে প্রতিষ্ঠানটির সভাপতি মিসেস সুরাইয়া সুলতানার সভাপতিত্বে উপজেলার ধারা ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় পাঁচশত পরিবারের মাঝে শুকনা খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।

হালুয়াঘাটে পুলিশ সুপারের আগমন উপলক্ষ্যে থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় জেলা পুলিশ সুপারকে।

জানা যায়, হালুয়াঘাট উপজেলার ১২টি ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা কবলিত হয়ে পড়েছে উপজেলার প্রায় তিন লক্ষাধিক মানুষ। টানা কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে সৃষ্টি হওয়া আৎস্মিক বন্যায় পানিবন্ধি হয়ে পড়েছেন প্রত্যান্ত গ্রামাঞ্চলের জনসাধারণ।রাস্তাঘাট,স্কুল,কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান জলাবদ্ধতার কারণে বন্ধ রয়েছে।

বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর পিপিএম, ধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বিপ্লব, ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণের পর ধারা ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন জেলা পুলিশ সুপার।

(জিসিজি/এসপি/জুলাই ১৯, ২০১৯)