ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ঈশ্বরদী উপকেন্দ্রের আয়োজনে গবেষণা ও সম্প্রসারণ এবং ভবিষ্যত কর্মসূচি প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসল ও ফলের জাত উদ্ভাবন কর্মসূচি (বিনা) ময়মনসিংহ এর অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক রইছ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, বিনার মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী।

বিশেষ অতিথি ছিলেন, বিনার প্রশিক্ষণ ও পরিকল্পনা বিষয়ক পরিচালক ড. জাহাঙ্গির আলম ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ড. মির্জা মোফাজ্জল ইসলাম ও কৃষি সম্প্রসারণ পাবনার উপ-পরিচালক আজাহার আলী।

শুরুতে বিনার ঈশ্বরদী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রোকনুজ্জামান ২০১৮-১৯ এর গবেষণার ফলাফল এবং ২০১৯-২০ এর ভবিষ্যত কর্মসূচি উপস্থাপন করেন। কর্মশালায় পাবনা, নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা ও কৃষি সংশ্লিষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তরা অংশগ্রহন করেন।

(এসকেকে/এসপি/জুলাই ২০, ২০১৯)