রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১০টি গ্রাম মানুষ বন্যার পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচতে টাঙ্গাইল-ভূঞাপুর সড়ক কেটে দিয়েছে। এর ফলে ভূঞাপুরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (২০ জুলাই) দুপুরে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের ফুলতলা ও শ্যামপুর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, কালিহাতী উপজেলার ফুলতলা, রৌহা, ভাঙ্গাবাড়ি, চর ভাবলা, হাকিমপুর, ভাবলা, মিরপুর, শেরপুর, দেওলাবাড়ি ও রাজাবাড়ির একাংশ বন্যার পানি প্রবেশ করে বাড়ি ঘর, রাস্তাঘাট ডুবে যায়।

ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের ১১টি পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ চলছে। এখানে অনিয়মতান্ত্রিক ও নিম্নমানের ডাইভারশন তৈরি করা হয়। সেখানে ডাইভারশন নির্মাণ হলেও পানি চলাচলের কোন ব্যবস্থা রাখা হয়নি। এতে বন্যার পানি আটকে দশটি গ্রাম ডুবে গেছে।

কালিহাতী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহরিয়ার রহমান পরিদর্শন কালে জানান, স্থানীয়রা শ্যামপুর সেতুটির ডাইভারশন অন্যায়ভাবে কেটে দিয়েছে। পানি চলাচলের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের সাথে কথা হয়েছে। পানি যাওয়ার জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা করা হবে।

(আরকেপি/এসপি/জুলাই ২০, ২০১৯)