রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : হিউম্যান রাইটস ডিফেণ্ডার সিএসও কোয়ালিশান সদস্যদের নিয়ে সমন্বয় সভা ও তথ্য অনুসন্ধান বিষয়ক সভা শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আবু আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহম্মেদ বাপ্পি, মানবাধিকার কর্মী অপরেশ পাল, শ্যামল বিশ্বাস, অলোক পাল, উত্তম দাস, রঘুনাথ খাঁ প্রমুখ। সভায় সাতক্ষীরা ও খুলনার ২৭টি এনজিও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সহায়কের দায়িত্ব পালন করেন অপরেশ পাল, মধাব চন্দ্র দত্ত, অলোক পাল ও শ্যামল বিশ্বাস।

সমন্বয় সভায় বিভিন্ন প্রকাশনী প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে ডিফেণ্ডারদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে অবহিত করা হয়। মানবাধিকার কর্মীদের সুরক্ষায় জাতীয় নির্দেশিকা সম্পর্কে অবহিত করা হয়।

সভার দ্বিতীয় পর্যায়ে মানবাধিকার বিষয়ে তথ্য অনুসন্ধান ও প্রতিবেদনের বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হয়।

(আরকে/এসপি/জুলাই ২০, ২০১৯)