আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালীতে ব্রিটিশ পতাকাবাহী যে তেলবাহী জাহাজটি ইরানের রেভ্যুলশনারি গার্ডের (আইআরজিসি) সদস্যরা আটকে রেখেছেন, সে ইস্যুতে বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে।

সোমবার (২২ জুলাই) যুক্তরাজ্যের জরুরি কমিটির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে এ বৈঠক করবেন বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে ১৯ জুলাই আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘনের অভিযোগে ‘স্টেনা ইম্পারো’ নামে ওই জাহাজটি আটকে দেয় আইআরজিসি'র সদস্যরা।

(ওএস/এসপি/জুলাই ২২, ২০১৯)