গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে পরিবারের সঙ্গে ঈদ করতে এসে নিখোঁজ হয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাহিম হোসেন আবীর (২১)। ঈদের নামাজের পর থেকে তিনি নিঁখোজ আছেন। পরিবারের দাবি, তাকে অপহরণ করা হয়েছে।

এ ব্যাপারে জয়দেবপুর থানায় আবীরের বড় ভাই মাহবুব হোসেন টিপু একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, জিডির পরিপ্রেক্ষিতে আবীরকে উদ্ধারের চেষ্টা চলছে।

আবীরের পরিবার ও জিডি সূত্রে জানা যায়, আবীরের বাবা-মা চাকরির সুবাধে গাজীপুর শহরের বিএডিসি রোডের ৫৩১ নম্বর বাসায় বসবাস করেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার সুন্দরপুর গ্রামে। দীর্ঘদিন থেকে তারা গাজীপুরে বাড়ি করে বসবাস করছেন।

আবীরের মা হাসিনা আক্তার জানান, সিলেট থেকে তার ছেলে ঈদ করতে গাজীপুরের বাসায় আসে। ঈদের দিন নামাজ শেষে ছেলে বাসায় ফিরে আসে।

দুপুর ১২টার দিকে আবীরের ‘বন্ধু’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদিদ মোবাইল ফোনে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই আবীরের মোবাইল ফোন বন্ধ আছে।

পরিবারের লোকজন সারাদিন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। না পেয়ে মঙ্গলবার রাতে মাহবুব হোসেন টিপু জয়দেবপুর থানায় জিডি করেন।

সাদিদকে ‘অপহরণকারী’ উল্লেখ করে হাসিনা আক্তার অভিযোগ করেন, সাদিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত।

এর আগেও সাদিদ একাধিকবার আবীরকে মোবাইল ফোনে হুমকি দিয়েছে, যা আবীর তাকে জানিয়েছে বলে জানান হাসিনার আক্তার।

(ওএস/এটিআর/জুলাই ২০১৪)