মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, ‘আইন ও মামলা করে দুর্নীতি বন্ধ করা যাবে না। দুর্নীতি বন্ধ করতে হলে নিজের সৎ ইচ্ছা থাকতে হবে।’

বুধবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে উপজেলা ভার্সিটি সার্কেল আয়োজিত ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের প্রশংসা করে তিনি বলেন, তাদের মতো দক্ষ লোক দেশের জন্য কাজ করলে দেশ আরও এগিয়ে যেত।

ভার্সিটি সার্কেলের সভাপতি অধ্যাপক ড. মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে দেন, যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি।

এসময় আরও বক্তব্য দেন- বিগ্রেডিয়ার (অব.) মোশারফ হোসেন শানু, অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন মিঞা, ড. মো. শহীদুল হক ও ভার্সিটি সার্কেলের সাধারণ সম্পাদক মো. বদর উদ্দিন প্রমুখ।

পরে প্রধান অতিথি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের দেওয়ান ফজিলাতুন্নেছা ক্রেস্ট তুলে দেন।

(ওএস/এটিআর/জুলাই ৩০, ২০১৪)