গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনে ইউএনও ফারহানা করিমের নেতৃত্বে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২২ জুলাই) সকাল ১১ থেকে দিনব্যাপি স্টেশনের ময়লা-আবর্জনা পরিস্কারের কাজ চলে। নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য এসময় স্টেশনে ৬টি ডাস্টবিন স্থাপন করে দেন ইউএনও।

অভিযানে অংশগ্রহণ করেন গৌরীপুরে রেল স্টেশনের কর্মচারীগণ ও গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল। এতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এএসএম রিয়াদ হাসান গৌরব, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রশিদ, পৌর প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, সমবায় কর্মকর্তা মোফাজ্জল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, খাদ্য নিয়ন্ত্রক ছায়েদুর রহমান, গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মালেক, গৌরীপুর থানার এসআই শরীফ আহাম্মেদ, রেলওয়ে জিআরপি ফাঁড়ির এসআই ওবায়দুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা স্কাউটস সম্পাদক আহাম্মদ হোসেন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা রওশন সারোয়ার সজির, আরএনবি হাবিলদার গোলাম মাওলা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র প্রমুখ।

(এস/এসপি/জুলাই ২২, ২০১৯)