আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন বরিশালের আগৈলঝাড়ার কৃতি সন্তান এ্যাডভোকেট অমিত দাশ গুপ্ত। এ্যাডভোকেট অমিত আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মিহির দাশ গুপ্ত’র সন্তান। 

রবিবার (২১ জুলাই) আইন মন্ত্রণালয়ের সলিসিটর জেসমিন আরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অমিত দাস গুপ্ত’র নিয়োগ প্রাপ্তির কথা নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে ৭০ জন ও এএজি পদে ১০৫ জন আইনজীবীকে নিয়োগ প্রদান করেছে সরকার। এর মধ্যে ৩১ জন নতুন নিয়োগ, ৩২ জনকে পুনঃনিয়োগ এবং ৭ জনকে সহকারি অ্যাটর্নি জেনারেলকে পদোন্নতি দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়েছে।

এর আগে, গত ৭ জুলাই ১০৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করায় মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ্যাডভোকেট অমিত দাশ গুপ্ত।

(টিবি/এসপি/জুলাই ২২, ২০১৯)