নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর সভায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি স’মিল ও তুলার মিল আগুনে পুড়ে ছাই হেেয় গেছে। আগুনে দু’টি প্রতিষ্ঠানের কমপক্ষে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর-কালনা সড়কের লক্ষ্মীপাশা টেলিফোন এক্সচেঞ্জ এর সামনে লক্ষ্মীপাশা গ্রামের জমির শেখের স’মিল ও তার পাশেই মিজানুর রহমানের তুলার মিল অবস্থিত। সোমবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে স’ মিলের বিভিন্ন কাঠ এবং তুলার মিলের তুলা পুড়ে যায়।

খবর পেয়ে দ্রুত লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দীর্ঘ ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। লোহাগড়া ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার মাসুদ রানা বলেন, আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকাররম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করেছে।

(ওএস/এসপি/জুলাই ২২, ২০১৯)