অমল তালুকদার, পাথরঘাটা : দেশব্যপী গলা কাটা গুজব ছড়িয়ে পড়ার ফলে সর্বত্র একধরনের ভিতিকর পরিস্থিতি বিরাজ করছে ইতিমধ্যে সারাদেশে গণপিটুনিতে ঝড়ে গেছে বেশ কয়েকটি তাজা প্রাণ। এই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে পাথরঘাটা থানা পুলিশ ইতিমধ্যেই গণসংযোগ ও জনসচেতনতা বাড়াতে শহরে মাইকিং শুরু করেছে।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হানিফ সিকদার জানান, ইতিমধ্যেই আমি স্থানীয় একটি অনলাইন পোর্টালে একটি ভিডিও সাক্ষাতকারের মাধ্যমে গলাকাটা গুজবে কাউকে উত্তেজিত ও বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছি।

তিনি আরও বলেন যারা এই গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে এবং মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করে এদের কোন তথ্য পেলে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য ও আহ্বান জানান।

এছাড়াও পাথরঘাটার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য যে কোনো অস্বস্তিকর পরিস্থিতির মোকাবেলায় পাথরঘাটা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান ওসি হানিফ সিকদার।

দু'দিন আগে রাতে পৌরশহরের সৈয়দ বাড়ি এলাকায় গলাকাটা গুজব ছড়িয়ে পরে।

(এটি/এসপি/জুলাই ২৩, ২০১৯)