রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা সয়াবাজারে ছেলে ধরা সন্দেহে যুবককে গণপিটুনির ঘটনায় মঙ্গলবার ভোরে ৬ ব্যক্তিকে গেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নাগা গ্রামের মৃত তরিকুল আলমের ছেলে মাইনুল হক সিদ্দিকী ওরফে হিটু(৩৭), সন্তোষ চন্দ্র মালোর ছেলে প্রভাত চন্দ্র মালো(১৯), মৃত নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান তালুকদার ওরফে রিপন(৪৭), পালিমা গ্রামের আনোয়ার হোসেন খানের ছেলে শিশির আহম্মেদ খান ওরফে পাপ্পি(৩২), ফজলু মিয়ার ছেলে আলামিন ইসলাম(১৭), এলেঙ্গা গ্রামের আনোয়ার হোসেন খানের ছেলে ওমর (২৮)।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, গত রোববার নারান্দিয়া ইউনিয়নের পালিমা সয়াবাজারে ভূয়াপুর উপজেলার টেপিবাড়ী গ্রামের মিনহাজ উদ্দিন মিনু নামের এক ভ্যানচালক মাছ ধরার জাল কিনতে আসলে ছেলে ধরা সন্দেহে তাকে স্থানীয় কতিপয় যুবক গণপিটুনি দেয়। এ ঘটনায় ওই ব্যক্তির ছোট ভাই রাজিব হোসেন বাদী হয়ে সোমবার সন্ধ্যায় কালিহাতী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।

(আরকেপি/এসপি/জুলাই ২৩, ২০১৯)