রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলে ছেলে ধরা গুজব ও বাল্য বিবাহ প্রতিরোধ সম্পর্কে শহরস্থ দেওলা কনফিডেন্স স্কুলে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে কনফিডেন্স একাডেমীক স্কুলের সহকারি প্রধান শিক্ষক সৈয়দ শামছুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন, কনফিডেন্স একাডেমীক স্কুলের শিক্ষক মো. ফয়জুর রহমান, কনফিডেন্স প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক নাসির উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আরজিনা সুলতানা বিউটি প্রমুখ।

এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছেলে ধরা একটি গুজব। এমন অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে প্রশাসনকে অবহিত ও ৯৯৯ফোন করার পরামর্শ দেন এবং বাল্য বিবাহ প্রতিরোধ সম্পর্কে সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করেন।

(আরকেপি/এসপি/জুলাই ২৩, ২০১৯)